আবহাওয়া অতিরিক্ত

আজকের আলোচনার বিষয় “আবহাওয়া অতিরিক্ত” যা বীমা সংক্রান্ত কিছু বিষয় অধ্যায়ের অন্তর্ভুক্ত।

আবহাওয়া অতিরিক্ত

 

আবহাওয়া অতিরিক্ত

 

স্বাভাবিকতা বা স্বাভাবিক অবস্থা, পরিস্থিতি ও প্রেক্ষিত থেকে প্রত্যাশার চেয়ে বাড়তি কিছু উদ্ভব বা আগম ঘটলে তখনই সেখানে এবং সে প্রেক্ষিতে অতিরিক্ত শব্দটি সংযোজিত বা প্রযোজ্য হয়ে থাকে। আবহাওয়া অতিরিক্ত কথাটিতে সে বিষয়টিই প্রতিফলিত রয়েছে যা পরবর্তী আলোচনায় পরিস্ফুট করা যেতে পারে । “আবহাওয়া অতিরিক্ত” এ যুগ্ম শব্দটি নৌ-বীমার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে।

বীমা চুক্তিতে বিভিন্ন শর্ত প্রকৃতিগত কারণেই সাধারণতঃ আরোপিত হয়ে থাকে, এবং সে সব ক্ষেত্রে স্বাভাবিক নিয়মই কার্যকর বা প্রযোজ্য হয়, কিন্তু, যখন স্বাভাবিকতার চেয়ে কোন অতিরিক্ত বিষয় বা শর্ত উদ্ভূত বা আরোপিত হয়, তখন সঙ্গতকারণেই সেখানে ও সেক্ষেত্রে অতিরিক্ত আর্থিক প্রতিদানের বিষয়টিও সংযুক্ত হয়ে থাকে, অর্থাৎ বীমাকারী বা বীমা প্রতিষ্ঠান প্রতিদানের বিনিময়ে ঝুঁকি গ্রহণ ও তজনিত আর্থিক ক্ষতিপূরণ করে দেওয়ার স্বাভাবিক প্রতিশ্রুতি দিয়ে থাকেন।

 

insurancegoln Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

কিন্তু, যে ক্ষেত্রে এই ঝুঁকির পরিমাণ অস্বাভাবিক বা অতিরিক্ত, সেক্ষেত্রে স্বভাবতঃই অতিরিক্ত প্রতিদানে প্রশ্নটি জড়িত থাকে। যেমন :- কোন সওদাগরী জাহাজে পণ্য সামগ্রী নিয়ে দেশান্তরে যেতে বীমা প্রতিষ্ঠানের সাথে জাহাজ ও পণ্য সামগ্রীর জন্যে বীমা চুক্তি করা হয়ে থাকে। কিন্তু, কোন একটি বিশেষ সময়ে বা ঋতুতে কোন একটি বিশেষ সমুদ্র এলাকা থেকে অপেক্ষাকৃত বেশী প্রতিকূল আবহাওয়ার কারণে সর্বাধিক বিপদাশঙ্কা ও ক্ষতির যোগ থাকলে বীমা কোম্পানী তজনিত অতিরিক্ত ঝুঁকি বহনের জন্যে অতিরিক্ত চার্জ দাবী করে থাকেন। এ ধরনের অতিরিক্ত চার্জ বা দাবীকেই আবহাওয়ার অতিরিক্ত বলে অভিহিত করা হয়।

 

আবহাওয়া অতিরিক্ত

 

প্রসঙ্গতঃ উল্লেখ্য যে, এ জন্যে প্রিমিয়ামের হারও অপেক্ষাকৃত বেশী ধরা হয়ে থাকে এবং অন্যান্য বীমার ক্ষেত্রেও এরূপ অতিরিক্ত ঝুঁকি ও চার্জ পরিলক্ষিত হয়।

আরও দেখুনঃ

Leave a Comment