স্বার্থের ক্ষেত্রে অগ্নিবীমা – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা” বিষয়ের ” বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ ” বিভাগের একটি গুরুত্বপূর্ণ পাঠ।
স্বার্থের ক্ষেত্রে অগ্নিবীমা
বীমাকৃত বিষয়বস্তুর উপর বীমাগ্রহীতার এমন একটি আর্থিক স্বার্থ যে, বীমাকৃত বিষয়বস্তুর বিদ্যমানতা বা অস্তিত্বে বীমাগ্রহীতার স্বার্থ রক্ষিত হয় অথবা বীমাগ্রহীতা উপকৃত হন এবং বিষয়বস্তুর মৃত্যুতে বা বিনাশে অথবা ক্ষতিতে বীমাগ্রহীতার স্বার্থ বিনষ্ট হয় অথবা বীমাগ্রহীতা ক্ষতিগ্রস্ত হন
“The insurable interest is the pecuniary interest whereby the policy-holder is benefited by the existence of the subject- matter and is prejudiced by the death or damage of the subject-matter” M N Mishra
একটি বীমাচুক্তি গঠনের জন্যে যেসব উপাদান একান্ত অপরিহার্য বীমাযোগ্য স্বার্থ হচ্ছে তার মধ্যে অন্যতম; এমনকি, বীমাযোগ্য স্বার্থ বীমাচুক্তি গঠনের জন্যে মূল উপাদান বললেও অত্যুক্তি হয় না। কেননা, বীমাযোগ্য স্বার্থ না থাকলে বীমা চুক্তি গঠনের প্রশ্নই আসে না।
অগ্নি বীমাপত্রকে বীমাকারী এবং বীমাগ্রহীতার মধ্যে ব্যক্তিগত চুক্তি হিসেবে আখ্যায়িত করা হয়। এ চুক্তিতে সম্পত্তি বীমাকৃত করা হয় না; বরং, কোন সম্পত্তিতে বীমাগ্রহীতার স্বার্থ বিদ্যমান থাকায় সম্পত্তির কোন ক্ষতি হলে বীমাকা কর্তৃক তা পূরণ করে দেয়ার দায় গ্রহণ করা হয়। বীমাগ্রহীতা যদি সম্পত্তি বিক্রী কে দেন, তাহলে অগ্নিবীমা চুক্তিরই অবসান হয়ে যায়।
কেননা, অগ্নিবীমার ক্ষেত্রে নতু মালিকের কাছে সম্পত্তি হস্তান্তর করতে হলে বীমার হস্তান্তরের জন্যে বীমাকারী- সায় অবশ্যই নিয়ে নিতে হবে। তানাহলে, বীমাকারী এ হস্তান্তর স্বীকার করবেন না উপরোক্ত বর্ণনা থেকেই অনুমেয় যে, অগ্নিবীমার ক্ষেত্রে বীমাযোগ্য স্বার্থ কেবলমাত্র চুক্তিগঠনকালীন থাকলেই চলবে না, ক্ষতি সংঘটনকালীনও থাকতে হবে।
আবার, বিপরীতভাবে নৌ-বীমার মত ক্ষতি বা দুর্ঘটনা সংঘটনকালীন বীমাযোগ্য স্বার্থ থাকলেই চলবে না, চুক্তি গঠনকালীনও থাকতে হবে। অগ্নি-বীমা সংবিধি মোতাবেক তাই R.S. Sharma উল্লেখ করেছেন –
“In case of Fire Insurance. insurable interest must exist at both the times-when the insurance (contract) is effected and when the claim arises. [অগ্নিবীমার ক্ষেত্রে, বীমা (চুক্তি) সম্পাদনকালীন এবং দাবী উত্থাপন কালীন – এ উভয় সময়েই বীমাযোগ্য স্বার্থ বিদ্যমান থাকতে হবে)]”।
সংবিধিটির কঠোরতার কারণ এ বিষয়টি থেকেই স্বতঃব্যাখ্যাত যে, অগ্নিবীমা শুধুই প্রাকৃতিক ঝুঁকি বহন করে না, নৈতিক ঝুঁকিও বহন করে থাকে।
সুতরাং, বলা যায় যে – অগ্নি বীমার ক্ষেত্রে বীমাযোগ্য স্বার্থের অপরিহার্যতা সমধিক গুরুত্ববহ।
আরও পড়ূনঃ