ঝুঁকির প্রকৃতি – পাঠটি “বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা” বিষয়ের “ঝুঁকি ব্যবস্থাপনা” অধ্যায়ের একটি পাঠ। ঝুঁকির সংজ্ঞা ও তাৎপর্য সংক্রান্ত বর্ণনার মধ্যেই উল্লেখিত হয়েছে যে – ধারণায় ঝুঁকিকে অনেক সময় বিপদ ( Peril). ক্ষতির কারণ (Cause of loss). আকস্মিক দুর্ঘটনা বা বিপর্যয় (Hazard), ক্ষতির যোগ (Chance of loss) ক্ষতি [Loss). ক্ষতির সম্ভাবনা (Probability of loss) ইত্যাদি অর্থে গণ্য করা হয়। কিন্তু, বীমা ব্যবসায়ের ক্রমোন্নতির সাথে সাথে ঝুঁকির ধারণা, সংজ্ঞা ও তাৎপর্যগত স্বাতন্ত্র্য ক্রমাগতভাবে আরও সূক্ষ্ম ও স্পষ্টতর হয়ে উঠছে। ঝুঁকি হচ্ছে প্রকৃতপক্ষে কোন আর্থিক ক্ষতি সংক্রান্ত অনিশ্চয়তা (Risk is the uncertainty of a financial loss)।
ঝুঁকির প্রকৃতি
উপরোক্ত বর্ণনার প্রেক্ষিতে ঝুঁকির প্রকৃতি সংক্ষেপে নিম্নরূপ দেখানো যেতে পারে :-
১. ঝুঁকি অনিশ্চয়তাকে অনুসরণ করে ;
২. ঝুঁকি ক্ষতির অনিশ্চয়তাকে ইঙ্গিত করে (ক্ষতি হতেও পারে, নাও হতে পারে) এবং
৩. ঝুঁকি কেবলমাত্র আর্থিক ক্ষতির অনিশ্চয়তা যেখানে বিদ্যমান থাকে, সেখানেই অবস্থান করে।
উক্ত আর্থিক ক্ষতি সৃষ্ট বা উদ্ভূত হতে পারে বিভিন্নভাবে। যথাঃ
(ক) পরিবারের উপার্জনকারী সদস্যের অথবা কোন কারবার প্রতিষ্ঠানের মূল ব্যক্তি (Key-man) র মৃত্যুতে :
(খ) অগ্নিকাণ্ড, ঝড়-ঝঞ্চা ও অগ্ন্যুৎপাতের মত প্রাকৃতিক বিপদ ও দুর্যোগে এবং
(গ) অগ্নি-সংযোগ, চুরি ও মত নৈতিক বিপত্তি (Moral hazard)-র কারণে।
এরূপ অজস্র কারণে আর্থিক ক্ষতি হতে পারে। অর্থাৎ, ঝুঁকি এসব ক্ষেত্র থেকে উদ্ধৃত হয়ে থাকে। তাই, ক্ষতির হাত থেকে অব্যাহতি বা উপশম পেতে অথবা ক্ষতি প্রতিরোধ করার জন্যেই ঝুঁকির উক্ত প্রকৃতি সম্পর্কে সচেতনতা ও সতর্কতা অপরিহার্য।
আরও পড়ুনঃ