পুনর্বীমা-যুগ্মবীমা এর মধ্যে পার্থক্য 

আজকের আলোচনার বিষয় “পুনর্বীমা-যুগ্মবীমা এর মধ্যে পার্থক্য  ” যা সামাজিক ও অন্যান্য ধরনের বীমাসমূহ অধ্যায়ের অন্তর্ভুক্ত।

পুনর্বীমা-যুগ্মবীমা এর মধ্যে পার্থক্য

 

পুনর্বীমা-যুগ্মবীমা এর মধ্যে পার্থক্য 

 

 

পুনবীমা ( Re-Insurance) এবং যুগ্মবীমা (Double Insurance)-এর মধ্যে কতিপয় পার্থক্য বিদ্যমান। নিম্নে এদের মধ্যকার পার্থক্যসমূহ প্রদত্ত হলো :

১। পুনর্বীমা হলো দু’টি বীমা কোম্পানীর বা সংস্থার সাথে সম্পাদিত চুক্তি : আর, যুগ্মবীমা হলো বীমাগ্রহীতা ও বিভিন্ন বীমা কোম্পানী বা সংস্থার সাথে সম্পাদিত চুক্তি

২। পুনর্বীমার ক্ষেত্রে মূল বীমাগ্রহীতার দায়-দায়িত্ব কিংবা সুযোগ-সুবিধা বৃদ্ধি পায় না।; কিন্তু, যুগ্মবীমার ক্ষেত্রে বীমাগ্রহীতার দায়-দায়িত্ব বা সুযোগ-সুবিধা বৃদ্ধি পায়।

৩। পুনর্বীমা অগ্নিবীমার ক্ষেত্রে বেশী জনপ্রিয় পক্ষান্তরে, যুগ্মবীমা জীবন বীমায় বেলায় অধিক জনপ্রিয়।

৪। পুনর্বীমা ক্ষতিপুরণের নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ; কিন্তু, যুগ্মবীমা ক্ষতিপুরণের নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত নয় ।

৫। ঝুঁকির পরিমাণ হ্রাস করার জন্যে পুনর্বীমা করা হয়; অপরদিকে, বীমাযোগ্য স্বার্থ রক্ষার্থে যুগ্মবীমা করা হয়।

৬। পুনর্বীমার বেলায় চুক্তি মোতাবেক বীমাগ্রহীতার সম্পর্ক কেবলমাত্র প্রথম বীমাকারীর সঙ্গেই সীমাবদ্ধ থাকে। আর, যুগ্মবীমার ক্ষেত্রে বীমাগ্রহীতার চুক্তিগত সম্পর্ক প্রথম বীমাকারীর সঙ্গে যেরূপ থাকে, পরবর্তী বীমাকারীর সাথেও তেমনই থাকে।

 

insurancegoln Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

৭। পুনর্বীমা পূর্বের কোন বীমাচুক্তিকে বাদ দিয়ে করা যায় না। কিন্তু, যুগ্মবীমা পূবের বীমা চুক্তিকে সম্পূর্ণরূপে বাদ দিয়েও করা যায়।

৮।পুনবীমার ক্ষেত্রে প্রথম বীমাচুক্তির শর্তাবলী প্রযুক্ত হয়। কিন্তু, যুগ্ম বীমার ক্ষেত্রে প্রথম বীমা চুক্তির শর্তাবলী অপর বীমাচুক্তিতে প্রযুক্ত হয় না।

৯।পুনবীমার ক্ষেত্রে প্রথম বীমাচুক্তি নাকচ হলে পুনর্নীমা চুক্তিও বাতিল হবে। কিন্তু, যুগ্মবীমার ক্ষেত্র বাতিল নাও হতে পারে।

১০। পুনবীমার ক্ষেত্রে মূল বীমাগ্রহীতাকে একটি মাত্র চুক্তির আওতায় থাকতে এবং শুধু একটি সংস্থাকেই প্রিমিয়াম দিতে হয়। এ ক্ষেত্রে বীমাগ্রহীতা একটি সংস্থা হতেও বীমাদারী পেতে পারেন। কিন্তু, যুগ্মবীমার ক্ষেত্রে বীমাগ্রহীতাকে দুটি চুক্তির আওতায় থাকতে এবং দু’টি সংস্থাতেই চুক্তি মোতাবেক প্রিমিয়াম দিতে হয় আর, এক্ষেত্রে দু’টি সংস্থা থেকেই বীমাদানী পাওয়া যায়।

১১। পুনবীমার ক্ষেত্রে একটি বীমা সংস্থার সাথে অন্য বীমা সংস্থার সোহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়। অন্যদিকে, যুগ্মবীমার ক্ষেত্রে বীমাগ্রহীতার সাথে বীমা সংস্থার সোহার্দ্যমূলক সম্পর্ক গড়ে উঠে।

১২। পুনবীমার ক্ষেত্রে প্রথম বীমাকারী পরবর্তী বীমার জন্যে দায়ী থাকেন। কিন্তু, যুগ্মবীমার ক্ষেত্রে প্রথম বীমাকারী পরবর্তী বীমার জন্যে দায়ী থাকেন না। ১৩। পুনবীমার ক্ষেত্রে মূল বীমাকারীকে অবশ্যই বিষয়বস্তু সম্পর্কিত সব বিষয় পুনবীমাকারীর কাছে জানাতে হয়। কিন্তু, যুগ্ম বীমার বেলায় এ ধরনের কোন নিয়ম বা বিধান নেই।

 

পুনর্বীমা-যুগ্মবীমা এর মধ্যে পার্থক্য 

 

আরও দেখুনঃ

Leave a Comment