জীবন বীমার ক্ষেত্রে প্রদত্ত বীমাপত্ৰসমূহ – পাঠটি “বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা” বিষয়ের “জীবন বীমা” অধ্যায়ের একটি পাঠ। জীবন বীমার ক্ষেত্রে প্রধানতঃ যেসব বীমাপত্র প্রদান করা হয় সেগুলো হচ্ছে – (১) আজীবন বীমাপত্র (২) মেয়াদী বীমাপত্র, (৩) সাময়িক বীমাপত্র ও (৪) উত্তরজীবী বীমাপত্র।
জীবন বীমার ক্ষেত্রে প্রদত্ত বীমাপত্ৰসমূহ
এর প্রত্যেকটিরই আবার রকমফের তথা উপ-বিভাগ রয়েছে। যেমন: – আজীবন বীমাপত্রই আবার অবিরাম কিস্তি সম্পন্ন, একক কিস্তি সম্পন্ন, সীমিত কিস্তি সম্পন্ন এবং পরিবর্তণযোগ্য হতে পারে। সাময়িক বীমাপত্র সরল বা স্বল্পকালীন, নবায়নযোগ্য ও পরিবর্তনযোগ্য বীমাপত্রে উপ-বিভক্ত হয়ে থাকে। সবচেয়ে বেশী উপ-বিভাগ রয়েছে মেয়াদী বীমার। যেমন :- বিশুদ্ধ মেয়াদী, সাধারণ মেয়াদী, যৌথ জীবন, দ্বিবিধ আর্থিক সুবিধা সম্পন্ন, ব্রি-বিধ সুবিধা সম্পন্ন, বহুবিধ সুবিধাযুক্ত, নির্ধারিত মেয়াদী, পূর্বানুমিত মেয়াদী, শিশুদের বিলম্বিত মেয়াদী বীমাপত্র ইত্যাদি। এর কোন কোনটিতে সন্তানদের লেখা-পড়া, ভরন-পোষন, জীবনে প্রতিষ্ঠা ইত্যাদি সুবিধা প্রদান করা হয়।
কোন কোন বীমাপত্র এককভাবে, কোনটি দুই বা ততোধিক আর্থিক ও নিকট সম্পর্কযুক্ত ব্যক্তিকে যৌথভাবে, কোনটি দলগতভাবে অনেককে প্রদান করা হয়ে থাকে। কোনটি নিজের জীবনের জন্যে, কোনটি পোষা বা নির্ভরশীলদের জন্যে এবং কোনটি কর্মচারী বা নিয়োজিতদের জন্যে করা হয়ে থাকে। আবার, কোনটি সম্প মেয়াদী, কোনটি মাঝারী মেয়াদী এবং কোনটি হয় দীর্ঘ মেয়াদী। বৃদ্ধ বয়সের নিরাপত্তা ব্যবস্থা হিসেবে বৃত্তিচুক্তিও রয়েছে জীবন বীমার আওতাভুক্ত।
আরও পড়ুনঃ