Site icon Insurance Gurukul [ বীমা গুরুকুল ] GOLN

বাউবি এইচএসসি ২৮৮১ ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, দ্বিতীয় পত্র ( ব্যাংকিং ও বিমা )

বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

বাউবি এইচএসসি ২৮৮১ ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, দ্বিতীয় পত্র, ব্যাংকিং ও বিমা: নিন্মোক্ত পাঠ “উন্মুক্ত বিশ্ববিদ্যালয়” এর “ওপেন স্কুল” এর “ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা” বিমা বিষয়ের দ্বিতীয় পত্রের শেষ ৪ টি অধ্যায়। বাকি অধ্যায় গুলো সংশ্লিষ্ট গুরুকুলে পাওয়া যাবে।

অধ্যায় গুলোর পিডিএফ ডাউনলোড করুন:

 

বাউবি এইসএসসি ২৮৮১ ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, দ্বিতীয় পত্র, ব্যাংকিং ও বিমা

ইউনিট-১০ : বিমার মৌলিক ধারণা:

পাঠ-১০.১ : বিমার সংজ্ঞা, গুরুত্ব ও ইতিহাস
পাঠ-১০.২ : ঝুঁকি ও এর প্রকারভেদ
পাঠ-১০.৩ : বিমার মূলনীতি
পাঠ-১০.৪ : বিমা চুক্তি : ক্সবশিষ্ট্য ও প্রকৃতি
পাঠ-১০.৫ : বিমা চুক্তির উপাদান ও শ্রেণীবিভাগ
পাঠ-১০.৬ : বিমা ব্যবসায় : বাংলাদেশ প্রেক্ষিত

ইউনিট-১১ : জীবন বিমা

পাঠ-১১.১ : জীবন বিমার ধারণা, ক্সবশিষ্ট্য ও শ্রেণীবিভাগ
পাঠ-১১.২ : চুক্তি সম্পাদন প্রক্রিয়া
পাঠ-১১.৩ : দাবী আদায় পদ্ধতি
পাঠ-১১.৪ : প্রিমিয়াম, বোনাস ও বার্ষিকবৃত্তি
পাঠ-১১.৫ : সমর্পণ মূল্য, পুনঃবীমা ও ক্সদ্বতবীমা

ইউনিট-১২ : নৌ বিমা

পাঠ-১২.১ : নে․-বিমার ধারণা ও শ্রেণিবিভাগ
পাঠ-১২.২ : অত্যাবশ্যকীয় শর্তাবলী
পাঠ-১২.৩ : নে․বিপদ
পাঠ-১২.৪ : সামুদ্রিক ক্ষতি

ইউনিট-১৩ : অগ্নি বিমা

পাঠ-১৩.১ : অগ্নি বিমার ধারণা, তাৎপর্য ও শ্রেণিবিভাগ
পাঠ-১৩.২ : অপরিহার্য উপাদান
পাঠ-১৩.৩ : অগ্নিজনিত ক্ষতি
পাঠ-১৩.৪ : ক্ষতিপূরণ দাবি ও মীমাংসা পদ্ধতি

ইউনিট-১৪ : বিবিধ বিমা

পাঠ-১৪.১ : যানবাহন ও দুর্ঘটনা বিমা
পাঠ- ১৪.২: শস্য বিমা
পাঠ-১৪.৩ : স্বাস্থ্য বিমা
পাঠ-১৪.৪ : গবাদিপশু বিমা

 

 

বইটি কিভাবে পড়বেন

শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ উš§ুক্ত বিশ্ববিদ্যালয় উš§ুক্ত ও দূরশিখন পদ্ধতিতে শিক্ষাদান করে থাকে। দূরশিখন পদ্ধতিতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সরাসরি শিক্ষাদান প্রক্রিয়া বিদ্যমান থাকে না। তাই মুদ্রিত সামগ্রি ও শ্রবণ-দর্শন উপকরণ ইত্যাদি হয় শিক্ষার্থীদের জন্য প্রধান সাহায্যকারী উপাদান। এ দিকটি বিবেচনা করে এই বইটি স্ব-শিখন পদ্ধতিতে লেখা হয়েছে এবং লেখার সময় বাউবি’র নির্ধারিত কাঠামো অনুসরণ করা হয়েছে।

বইটির প্রতিটি ইউনিট এবং পাঠ সহজ ও বোধগম্য করে উপস্থাপনের লক্ষ্যে সহজ ভাষা ব্যবহার করা হয়েছে। এছাড়া এ বইটির মধ্যে জীবন ঘনিষ্ঠ উদাহরণের মাধ্যমে ও সৃজনশীল পদ্ধতিতে প্রণয়ন করা হয়েছে।

বইটি পড়ার সময় আপনি অবশ্যই প্রতিটি ইউনিট এবং পাঠের প্রথম অংশ ভালোভাবে পড়বেন। সংশ্লিষ্ট পাঠে কি কি বিষয়ে পাঠদান করা হবে এবং আপনি কি কি জানতে পারবেন তা উল্লেখ রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে প্রতিটি পাঠের তত্ত¡ীয় আলোচনা ভালোভাবে করবেন। প্রতিটি পাঠের শেষে পাঠোত্তর মূল্যায়ন অংশের ক্সনর্ব্যক্তিক ও রচনামূলক সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন। যদি পাঠোত্তর সমস্যাগুলোর সমাধান সঠিকভাবে করতে না পারেন তাহলে বুঝবেন আপনার পাঠটি আবার পড়ার প্রয়োজন রয়েছে।

পাঠটি পুনরায় পড়ার পরেও যদি আপনি বুঝতে অসমর্থ হন সেক্ষেত্রে আপনি মাসের নির্ধারিত শুক্রবারে টিউটোরিয়াল কেন্দ্রে কর্তব্যরত টিউটরের সহায়তা নিতে পারেন। এছাড়াও বইটির গুরুত্বপূর্ণ পাঠসমূহের উপর টেলিভিশন ও বেতারে প্রচারিত অনুষ্ঠান থেকে পাঠের বিষয় শিখতে পারবেন। এ সকল অডিও-ভিডিও অনুষ্ঠানগুলো বাউবি’র ওয়েবসাইটে ইঙটঞঁনব আইকনের আওতায় বিদ্যমান রয়েছে। আপনি এগুলো ব্যবহার করে পাঠের প্রয়োজনীয় বিষয়গুলো জেনে নিতে পারেন।

আপনাদের মঙ্গল কামনা করছি।

 

 

 

কোর্স পরিচিতি:

জাতীয় শিক্ষানীতি ২০১০-এর লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে পরিমার্জিত হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি প্রোগ্রামের পাঠসামগ্রী উক্ত পরিমার্জিত শিক্ষাক্রমের আলোকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সিলেবাসের সাথে সামঞ্জস্য রেখে উন্মুক্ত ও দূরশিক্ষা পদ্ধতির শিক্ষার্থীর জন্য রচিত হয়েছে।

বিশ্বায়নের সাথে সাথে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির প্রকৃতি ব্যাপকভাবে পরিবর্তিত হচ্ছে। এ পরিবর্তিত অবস্থায় প্রতিযোগিতামূলক অবস্থায় টিকে থাকতে হলে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বিষয়ের ধারণা অত্যন্ত জরুরি। ক্রমবর্ধমান গুরুত্ব বিবেচনা করে এ বিষয়টিকে এইচএসসি শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ অন্তর্ভুক্তির মাধ্যমে শিক্ষার্থীর ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা শিক্ষার প্রাথমিক ভিত ক্সতরি হবে।

শিক্ষার্থীরা উচ্চতর শ্রেণিতে ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যয়নে আগ্রহী হয়ে উঠবে। ফলে শিক্ষার্থীরা আত্মউদ্যোগী কর্মপরিকল্পনা গ্রহণে এবং বাস্তব কর্মক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হবে। এই আধুনিক ও যুগোপোযোগী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থী ও এই বিষয়ের ভবিষ্যত পেশাজীবীরা দেশ-বিদেশের আর্থিক, ব্যাংকিং ও বিমা জগতে কর্মদক্ষতার মাধ্যমে দেশের সুনাম বিস্তারের সাথে সাথে ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনে সফল আর্থিক ব্যবস্থাপনার সাক্ষর রাখতে পারবে। এই কোর্সটির লক্ষ্যসমূহ নিচে দেওয়া হল:

১. ব্যাংকিং সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করা এবং ব্যাংকিং ও বিমা অর্থায়ন সম্পর্কে অবগত হওয়া।
২. ব্যাংক তহবিলের বিভিন্ন উৎস এবং ব্যাংকের শ্রেণিবিভাগ সম্পর্কে জ্ঞান লাভ করা।
৩. ব্যাংকে ব্যবহৃত দলিলাদি এবং আধুনিক ব্যাংকিং-এর বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারণা অর্জন করা।
৪. ঝুঁকি সম্পর্কে জানা এবং তা নিরসনে বিমা সম্পর্কে জ্ঞান লাভ করা।
৫. জীবন, নে․ ও অগ্নিবিমা সম্পর্কে ধারণা লাভ করা।
৬. অন্যান্য বিমা সম্পর্কে ধারণা অর্জন করা।
৭. ব্যক্তিগত, পারিবারিক জীবনে ব্যাংকিং ও বিমার ক্সনতিকতা বজায় রাখা।

 

কোর্সবই অনুসরণ করার প্রয়োজনীয় পরামর্শ:

এই বইটি উন্মুক্ত ও দূরশিক্ষা পদ্ধতির শিক্ষার্থীদের জন্য রচিত হয়েছে। উন্মুক্ত ও দূরশিক্ষা পদ্ধতির মূল কথাই হল স্বনির্ভর পাঠ ব্যবস্থাপনা। এ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থী নিজ দায়িত্বে নিজের সুবিধামত সময়ে শেখার কাজে নিয়োজিত হন। পাঠসামগ্রী উপস্থাপনার এ পদ্ধতি মড্যুলার পদ্ধতি নামে পরিচিত। এখানে পাঠ্যপুস্তক, একসাথে পাঠ্যপুস্তক ও শিক্ষকের ভ‚মিকা পালন করে। এতে শিক্ষার্থীগণ শিক্ষকের সরাসরি সহায়তা ছাড়া নিজেই পড়াশোনা করতে পারেন। এ কারণেই বইটির বিষয়বস্তু যতদূর সম্ভব নিজে পড়ে বুঝার উপযোগী করে রচনা করা হয়েছে।

কোর্সবইটির ভাবগত ঐক্য রক্ষা করে পাঠের বিষয়বস্তুকে কতগুলো ইউনিটে ভাগ করা হয়েছে। আবার ইউনিটগুলোকে কতগুলো পাঠে ভাগ করা হয়েছে। প্রতিটি পাঠের শেষে আপনি নিজেই নিজের পাঠের অগ্রগতি মূল্যায়ন করতে পারবেন। এজন্য পাঠের শেষে পাঠোত্তর মূল্যায়ন এবং ইউনিটের শেষে চূড়ান্ত মূল্যায়ন রয়েছে। শিক্ষার্থীরা যাতে এই বই পড়ে অধিকতর সুফল লাভ করতে পারেন সেজন্য নিচে কিছু নির্দেশনা তুলে ধরা হল:

 

 

টিউটোরিয়াল ক্লাস সম্পর্কিত পরামর্শ:

একই পদ্ধতি অনুসরণ করে ইউনিটের সবগুলো পাঠ অধ্যয়ন শেষ করুন।

 

আরও দেখুন:

Exit mobile version